কিভাবে জীবনকে উপভোগ করবেন?

সফলতার রাজ মুকুট এখনি ছিনিয়ে আনতে দৃঢ় সংকল্প করুন। পন করুন আপনার মেধা ও প্রতিভাকে কাজে লাগিয়ে সার্বিক উন্নয়নে মনোযোগী হবেন। নিজেকে সফল ভাবুন, চেহারার মনিলতাকে সুন্দর হাসি দিয়ে বদলে ফেলুন। দুঃচিন্তা ঝেরে ফেলি দিয়ে নিশ্চিন্ত হোন। কৃপনতার পরিবর্তে উদারনীতি গ্রহণ করুন। রাগ ছেড়ে সহনশীলতার চর্চা করুন। দুর্যোগ, অপমান, অবহেলাকে আনন্দের উপকরন বানিয়ে নিন। ঈমানকে অস্ত্র হিসেবে গ্রহণ করুন। সারকথা আপনার ‍দৃষ্টিভঙ্গি বদলে ফেলুন, আপনার জীবন অবশ্যই বদলে যাবে। 

জীবনকে উপভোগ করুন, আপনার জীবন এত সংক্ষিপ্ত যে, দুঃচিন্তা, অবহেলা করে তা নষ্ট করার কোন অবকাশ নেই। তাই দুঃচিন্তামুক্ত আনন্দময় জীবন উপভোগ করুন।