তোমার হাতে কফি-ভর্তি কাপ। হঠাৎ কেউ এসে ধাক্কা দিলে, তোমার কাপ থেকে কফি ছলকে চারদিকে পড়ে গেল।

— কেন কফি পড়লো?

— কারণ, কেউ আমাকে ধাক্কা দিয়েছে।

— ভুল উত্তর। তোমার কাপ থেকে কফি পড়েছে, কারণ তোমার কাপে কফি ছিল। যদি চা থাকতো, তবে চা-ই পড়তো।

তোমার কাপ থেকে যা পড়েছে, তা-ই আসলে তোমার ভেতরে ছিল। যখন জীবন তোমাকে ধাক্কা দেবে (এবং নিশ্চিতভাবেই দেবে), তোমার ভেতরে যা আছে, তা-ই বাইরে প্রকাশ পাবে। যদি তোমার ভেতরে জ্ঞান, ধৈর্য, বা শুভবুদ্ধি থাকে, সেগুলোই প্রকাশ পাবে। কিন্তু যদি রাগ, অজ্ঞতা, বা অসভ্যতা থাকে, সেগুলোই ছড়িয়ে যাবে।

সারাদিনে আমরা অসংখ্য মানুষের সঙ্গে মিশি— কেউ সুন্দর ব্যবহার করে, কেউ অশোভন, কেউ কৃতজ্ঞ, কেউ অসভ্য। তাদের প্রত্যেকের ভেতর যা আছে, সেটাই তারা চারদিকে ছড়িয়ে দেয়।

তোমার জীবনটাও যেন এক কাপের মতো। সিদ্ধান্ত তোমার— এই কাপ তুমি কী দিয়ে ভরাবে? জ্ঞান, ভালোবাসা, আর উদারতা দিয়ে ভরলে, সেটাই ছড়িয়ে পড়বে তোমার পরিবার, সমাজ, দেশ, এমনকি পুরো পৃথিবীতে। অতএব, সচেতন হও— যা ভেতরে রাখবে, সেটাই বাইরে ছড়াবে।৷

সুমন