Advertisement

Responsive Advertisement

আল্লাহ বলেন, আমি ৬ (ছয়) টি জিনিস কে লুকিয়ে রেখেছি ৬ (ছয়) টি নির্দিষ্ট স্থানে। কিন্তু মানুষ তা খুঁজে বেড়ায় অন্য স্থানে।

 




১. আমি দ্বীন ইসলামকে রেখেছি ক্ষুধা, দারিদ্রতা ও ধৈর্যের মধ্যে, কিন্তু মানুষ তা খোঁজে উদরপূর্তি ও দুনিয়ার স্বচ্ছলতার মধ্যে।

২. আমি মানুষের সম্মান রেখেছি শেষ রাতের ইবাদতে, কিন্তু মানুষ খোঁজে শাসক ও ক্ষমতাবানদের সাহচর্যে।

৩. আমি সুখ স্বাচ্ছন্দ্য রেখেছি জান্নাতে, কিন্তু মানুষ তা খোঁজে দুনিয়াতে।

৪. আমি বড়ত্ব রেখেছি বিনয় ও নম্রে, কিন্তু মানুষ তা খোঁজে অহংকারে।

৫. আমি ধনী হওয়া রেখেছি অল্প তুষ্টিতে, কিন্তু মানুষ তা খোঁজে লোভ- লালসা আর দুর্নীতির মধ্যে।

৬. আমি দোয়া কবুল হওয়াকে নিহিত রেখেছি হালাল উপার্জনের মধ্যে, কিন্তু মানুষ তা খোঁজে হারাম উপার্জনে।

আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে আমল করার তাওফিক দান করুন, আমীন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ